রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার বলেছেন, দেশের উন্নয়নের দায়িত্ব শুধু রাজনৈতিক নেতৃত্বের নয়। তিনি বলেন, ‘দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আয়োজিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ‘মহাবিজয়ের মহানায়ক’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের স্বাধীনতার স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে, তা হিসেব করার সময় এসেছে।
স্বাধীনতাকে মানবাধিকার হিসেবে উল্লেখ করে হামিদ বলেন, স্বাধীনতা তখনই বোধগম্য হয় যদি অধিকার অর্জনকে সীমাবদ্ধ না রেখে সঠিকভাবে প্রয়োগ করা যায়।
এস রাষ্ট্রপতি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসায় আবদুল হামিদ ভারতেররাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশি ও বিশ্বস্ত বন্ধু।
আরও পড়ুন: জাতির পিতার স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী