দেশের বিভিন্ন জায়গায় আগামী দু-তিন দিন হালকা বৃষ্টি ও কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চলতি জানুয়ারি মাসে শীত আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
আরও পড়ুন: ৬ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ‘১৫ জানুয়ারি পর্যন্ত কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’
এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
আরও পড়ুন: সিলেট ও ময়মনসিংহে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর