মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় থাকায় আগামী ২৪ ঘণ্টায় দেশে আরও বৃষ্টিপাত হতে পারে বলে রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: দেশে আরও বৃষ্টির পূর্বাভাস
রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুরের তেতুলিয়ায় সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) , আবহাওয়া গবেষণা কেন্দ্র অনুসারে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি হ্রাস পেতে পারে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস!
তবে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ব্রহ্মপুত্র নদ স্থিতিশীল এবং যমুনা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে।