বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটে ওঠার চার থেকে ছয় ঘণ্টা আগে যাত্রীদের করোনা পরীক্ষার সুবিধার্থে পিসিআর পরীক্ষার বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক থেকে এই নির্দেশনা দেয়া হয়।
আরও পড়ুন: ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার মডার্নার টিকা
আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ‘বেশ কয়েকটি দেশ ভ্রমণকারীদের জন্য ফ্লাইটের ৪, ৬ বা ৮ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষা দেয়ার শর্ত জারি করেছিল, কর্তৃপক্ষকে আগামী দুই বা তিন দিনের মধ্যে পিসিআর মেশিন বসাতে বলা হয়েছে।’
একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর বুথ স্থাপন করা হবে।
আরও পড়ুন: ফখরুলের টিকা দুর্নীতির অভিযোগ কাল্পনিক: কাদের
বৈঠকে মন্ত্রিসভা দেশের বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছে এবং পদ্মা ও যমুনা নদীর পানির স্তর বাড়তে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
এসময় প্রধানমন্ত্রী কৃষিমন্ত্রীকে নির্দেশ দেন টি-আমন ধানের মজুদ নিশ্চিত করতে যাতে কৃষকরা সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকায় আমনের পরিবর্তে এই ধান চাষ করতে পারে।