নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোমবার সন্ধ্যায় মাইক্রোবাস উল্টে পুকুরে পড়ে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নিহত এবং আরেকজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।
নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এস এম শরীফুল ইসলাম। আহত এএসআই হলেন রফিকুল ইসলাম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা সবাই সোনারগাঁ থানায় কর্মরত।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরবর্তীতে আরেকটি ডুবুরি দল তাদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে তিন পুলিশ সদস্য সোনারগাঁ থানায় ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সদস্যদের বহন করা মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,আহত এএসআই রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।