প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে সমুদ্র তীরের পর্যটন শহর কক্সবাজার উৎসবমুখর হয়ে উঠেছে। বুধবার পাঁচ বছরের মধ্যে প্রথম জনসভায় ভাষণ দিতে আসছেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় এই স্থানটি স্বাগত তোরণ, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে।
মঙ্গলবার আওয়ামী লীগের কক্সবাজার জেলা শাখার নেতাকর্মীরা তাদের প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত দেখা গেছে।
আরও পড়ুন: তথ্য প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়াতে শক্তিশালী ভূমিকা রাখবে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আ.লীগের জেলা শাখার পক্ষ থেকে এ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, সাধারণত মানুষ পর্যটনের জন্য কক্সবাজারে আসলেও বুধবার সারা জেলা থেকে তারা শহরে আসবেন আ.লীগ সভানেত্রীকে সরাসরি দেখতে ও তার কথা শুনতে।
চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, কক্সবাজার জেলার বাইরে থেকে লোক আনার দরকার নেই, বিশাল স্টেডিয়াম পূর্ণ করতে জেলার মানুষই যথেষ্ট।
তিনি বলেন, জনগণ তাদের প্রিয় নেতাকে গ্রহণ করতে প্রস্তুত নগরীর পাশাপাশি জেলায় গত ১৪ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে।
তিনি বলেন, আগামীকাল শহরটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, গত ১৪ বছরে জেলায় তিন লাখ ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের আর কিছুর দরকার নেই। প্রয়োজনে আমাদের নেত্রী (শেখ হাসিনা) অবশ্যই দেবেন।’
পাঁচ বছরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম জনসভার জন্য প্রস্তুত কক্সবাজার।
জেলা আ.লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, জনগণ প্রধানমন্ত্রী ও আ.লীগ নেতার নির্দেশনার জন্য আগ্রহী।
জনসভা উপলক্ষে আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাইকিং ও প্রচারণার প্রস্তুতি শেষ পর্যায়ে।
শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত পোস্টার ও ব্যানারে বর্ণিল তোরণ ও গেট স্থাপন করা হয়েছে।
জেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে স্বাগত জানিয়ে বিলবোর্ড, ব্যানার, বেলুন, ফেস্টুন ও পোস্টার টাঙানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দিনব্যাপী সফরে বুধবার সকালে কক্সবাজারে পৌঁছাবেন।
সফরকালে তিনি চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২-এ যোগ দেবেন।
বিকালে তিনি তার সফরের প্রধান কর্মসূচি জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে স্থানীয় প্রশাসনও প্রস্তুতি নিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আ.লীগের সমাবেশ: প্রধান অতিথির বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মাছ ধরার ছবি নেটিজেনদের মন ছুঁয়েছে