পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দায়িত্বে অবহেলার জন্য সরকার কর্তৃক সাময়িক বরখাস্ত করা তাদের দুই কর্মকর্তার নাম প্রকাশ করেছে। যাদের কারণে গত ৪ অক্টোবর দেশব্যাপী গ্রিড বিপর্যয় হয়েছিল।
পিজিসিবির জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- উপ-বিভাগীয় প্রকৌশলী আল্লামা হাসান বখতিয়ার (এসপিএমডি, ঢাকা-১), এবং সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান (এসপিএমডি, ঢাকা-১)।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, সাম্প্রতিক জাতীয় গ্রিড বিপর্যয়ের জন্য পিজিসিবির দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হবে।
ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রবিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। দায়িত্বে অবহেলার অভিযোগে পিজিসিবির একজন সহকারী প্রকৌশলী ও একজন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই সপ্তাহের মধ্যে ঘটনার জন্য দায়ী অন্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
গত ৬ অক্টোবর বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি ৪ অক্টোবরে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণগুলো চিহ্নিত করার জন্য একটি সাত সদস্যের কমিটি গঠন করে।
তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছে।