পাবনা প্রেসক্লাবের সদস্যসহ পাবনার সাংবাদিকদের সঙ্গে বুধবার মতবিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সন্ধ্যায় পাবনা সার্কিট হাউজে মতবিনিময়কালে রাষ্ট্রপতি ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল নির্মাণ, ইছামতি নদী সংস্কারসহ পাবনার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পাবনার উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন: শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সুযোগ তৈরির আহ্বান রাষ্ট্রপতির
এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আফরোজ আসাদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ৩ দিনের সফরে পাবনায় পৌঁছান। হেলিকপ্টারযোগে পাবনা জেলা স্টেডিয়ামে পৌঁছালে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রাষ্ট্রপতির ছেলে মো. আরশাদ আদনানসহ স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও পরিবারের সদস্যরা রয়েছেন।
আরও পড়ুন: ৩ দিনের সফরে বুধবার নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
তথ্য কমিশনকে আরটিআই আইন বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির