পুঁজিবাজারে দ্বিতীয় কার্যদিবসের প্রথম ঘণ্টায় সূচকের পতন হয়েছে ঢাকা এবং চট্টগ্রামে। এ সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ৯ পয়েন্ট।
এই সময়ে ঢাকার ১১১টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ২০৩টির এবং অপরিবর্তিত আছে ৬৫টি কোম্পানির শেয়ারের দাম।
আরও পড়ুন: ঢাকার পুঁজিবাজারে বড় উত্থান, সূচক প্রায় ৫ হাজার পয়েন্ট
ঢাকার মতোই পতনের মধ্য দিয়ে চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও। সেখানে সার্বিক সূচক কমেছে ২০ পয়েন্ট।
চট্টগ্রামে লেনদেনে অংশ নেওয়া ৮৭টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৫২টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় প্রথম ঘন্টায় ডিএসইতে ১৪০ কোটি টাকা এবং সিএসইতে ১ কোটি টাকার ওপর শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।