পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশ বাহিনী থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বুধবার যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও বাহিনীর সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মোহিত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলা পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার।
আরও পড়ুন: বাংলাদেশের উন্নতি অনেক দেশের কাছে গবেষণার বিষয়: আইজিপি
পুলিশ প্রধান বলেন, ‘আমরা নিজেরা অপরাধ করবো না এবং সিনিয়র বা জুনিয়র সহকর্মীকেও অপরাধ করতে দেব না।’
জনগণের সঙ্গে অমানবিক ও অপেশাদার আচরণ না করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।
প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী আধুনিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
আরও পড়ুন: পুলিশের সক্ষমতা বাড়াবে নবগঠিত এভিয়েশন উইং: আইজিপি
তিনি বলেন, মুক্তিযুদ্ধে প্রথম বুলেট ছুড়ে পুলিশ জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। আর কোভিড-১৯ মহামারিতে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি বলেন, জনগণের আস্থা বজায় রাখা খুবই কঠিন চ্যালেঞ্জ।
পুলিশ প্রধান আনুষ্ঠানিকভাবে যশোর পুলিশ হাসপাতাল, ইন্সপেক্টরস কোয়ার্টার, চৌগাছা, যশোর ও পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেন।
এছাড়াও তিনি যশোর জেলা পুলিশের বহুমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।