রাজধানীর গুলিস্তান এলাকায় বৃহস্পতিবার পুলিশের জব্দ করা বাসের চাপায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীসহ দুই পথচারী নিহত হয়েছেন। আর এ ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন পুলিশের এক কর্মকর্তা।
নিহতরা হলেন- যুক্তরাষ্ট্র প্রবাসী নারায়ণগঞ্জের শুক্কুর মাহমুদ (৫৮) ও নগরীর জুরাইন এলাকার বাসিন্দা রাইসুল কবির তুষার (৩৫)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বলেন, গুলিস্তানে একটি দুর্ঘটনার পর জব্দ করা ‘শ্রাবণ পরিবহন’ এর বাসটি সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল চালাচ্ছিলেন। আর এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যান।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
এএসআই এমদাদুল বাসটিকে গুলিস্তানের নিকটস্থ পুলিশ বক্সে নিয়ে যাওয়ার সময় বিকাল ৪টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে তুলে দেন। এতে দুই পথচারী আহত হন।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে পৌঁছানোর পরই শুক্কুর মাহমুদকে নিহত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যায় ঢামেকে তুষারও মারা যান।
এ ঘটনার পর এএসআই এমদাদুলকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ডিসি।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী শুক্কুর মাহমুদের আত্মীয়রা পল্টন থানায় মামলা করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত