সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে শর্তসাপেক্ষে ২২ জেলায় মোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)- এ পাওয়া যাবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্র পরে জানানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জেলার সম্পূর্ণ (চাপাইনবাবগঞ্জ, মগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট) এবং আট জেলার আংশিক (সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাংগাইল, কুমিল্লা, নোয়াখালী) লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শর্তসাপেক্ষে সর্বমোট ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
২২ এপ্রিল প্রথম ধাপে ২২ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ মে ৩০ জেলায় দ্বিতীয় ধাপের পরীক্ষা এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩১ জেলায় ৩ জুন অনুষ্ঠিত হবে।
এ বছর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৪৬১। তৃতীয় ধাপে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮১১টি এবং লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে ৬১টি জেলায়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার লাখ ২৮ হাজার ৭০১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে।