রাজবাড়ীর কালুখালী উপজেলার পারকুল গ্রাম থেকে বুধবার রাতে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভারতে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার পিবিআই যশোরের নিজ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
বিফ্রিংয়ে তিনি জানান, পারকুল গ্রামের আকবর আলী নামে এক যুবক ভারতের গুজরাটে গার্মেন্টসে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় মোবাইলে ওই কিশোরীর সাথে তার পরিচয় হয়। এরপর গত ২৭ এপ্রিল তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন আকবর এবং বিয়ে করেন।
পরে আকবর আবারও ভারতে চলে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ভারতের ফেজারগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। ভারতীয় পুলিশ তদন্তে কিশোরীকে বাংলাদেশে নিয়ে আসার প্রমাণ পান এবং আকবরকে আটক করে। এরপর মেয়েটিকে উদ্ধারে ভারতের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংগঠনের মাধ্যমে কাজ শুরু করে পিবিআই যশোর। সর্বশেষ বুধবার রাতে তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
উদ্ধার হওয়া কিশোরীকে আদালতের মাধ্যমে দেশে পাঠোনোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা ।