ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম রবিবার বলেছেন, মানুষ যদি কোনো থানা থেকে কাঙ্ক্ষিত সেবা না পায় তবে তিনি নিজে সেখানে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কাজ করতে প্রস্তুত আছেন।
ডিএমপি প্রধান বলেন, ‘যদি মানুষ সেবা না পায়, ডিএমপির অধিনে কোনো থানায় হয়রানির শিকার হন, তাহলে প্রয়োজনে আমি নিজে থানায় বসে ওসিগিরি করবো। সিনিয়র অফিসাররাও সেখানে থাকবে।’
ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
নতুন কমিশনার বলেন, ‘থানায় সেবা নিতে আসা কেউ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ।’
অফিসার ইনচার্জ (ওসি) এবং ডিসিদের থানায় মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে, যাতে মানুষ পুলিশ আতঙ্ক থেকে মুক্তি পেতে পারে, বলেন তিনি।
ডিএমপি বস সতর্ক করে বলেন, যদি কোনো পুলিশ সদস্যকে সেবা প্রদানের ক্ষেত্রে হয়রানি, চাঁদাবাজি এবং অবৈধ লেনদেনের সাথে জড়িত দেখা যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।