ফরিদপুরের শুরু হয়েছে তিন দিনের হিম উৎসব। বৃহস্পতিবার বিকালে শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের শুভ সূচনা করেন অতিথিরা।
মহামারি করোনার দীর্ঘ লকডাউনে ঘরবন্দী মানুষদের একঘেয়েমী দূর করতে এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে শুরু হয়েছে হিম উৎসবে।
উৎসবের উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিম কুমার সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, প্রফেসর আলতাব হোসেন, সিরাজ-ই- কবির খোকন, আসমা আক্তার মুক্তা প্রমুখ।
ফরিদপুরের স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন ওয়ার্কহলিক ফরিদপুরিয়ান এর আয়োজনে তিনদিন ব্যাপী এই হিম উৎসবে তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ক্রেতাদের হাতে তুলে দেয়া হবে। এই উৎসব চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: পুষনা উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা