তিনি বলেন, সড়কে যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথম সাড়াদানকারী হচ্ছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ভিকটিমকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়াসহ হাসপাতালে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে তারা।
আরও পড়ুন: বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র উদ্বোধনকালে শফিকুল বলেন, এ পুলিশ সদস্যদের প্রাকৃতিক দুর্যোগসহ ঝড়, বৃষ্টির সময় আশ্রয় নেয়ার মতো কোনো জায়গা থাকে না। এছাড়াও প্রাকৃতিক কার্যাদি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।
আরও পড়ুন:খুলনায় ভাস্কর্য সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা
পূর্ব অনুমতি ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ নয়: ডিএমপি
‘তাই সিটি করপোরেশনের সাথে আলোচনাক্রমে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানগুলোতে এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা যেতে পারে,’ বলেন তিনি।
মতিঝিল ট্রাফিক বিভাগের প্রতিটি ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নিনির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামাদির ব্যবস্থা রাখা হবে।
রাস্তায় দুর্ঘটনাকবলিত নাগরিকরা ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা পাবেন।