মো. শফিকুল ইসলাম
পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের
অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার গত মাসের কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্ম উদ্দীপনা বাড়াতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া তিনি অপরাধ বিশ্লেষণ, পরবর্তী কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে তাদের দিক নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। অপরাধ দমনে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া লাগবে।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:একুশে বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি
‘থার্টি ফার্স্ট নাইট’এ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়: ডিএমপি
২ বছর আগে
একুশে বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি
একুশে বইমেলাকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘বইমেলা হলো পহেলা বৈশাখের মতো একটা উৎসব এবং এই মেলায় নিরাপত্তা নিশ্চিত করা ডিএমপির একটি বড় দায়িত্ব।’
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাকে কেন্দ্র করে নেয়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, এ বছর বইমেলা প্রাঙ্গণ, শহীদ মিনার থেকে শাহবাগ ও নীলক্ষেত পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং এসব এলাকায় প্রাথমিক তল্লাশি দল মোতায়েন করা হবে।
আরও পড়ুন: আপাতত বইমেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
বইমেলা প্রাঙ্গণে কোনো যানবাহন চলাচলের অনুমতি দেয়া হবে না এবং ছয়টি প্রবেশপথ থাকবে।
তিনি বলেন, মেটাল ডিটেক্টর চেকিংয়ের পর সবাইকে গেট দিয়ে মেলায় প্রবেশ করতে হবে।
শফিকুল ইসলাম বলেন, বইমেলার প্রতিটি জায়গা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে।
তিনি বলেন, পুলিশ গাড়ি ও মোটরসাইকেলে করে টহল দেবে এবং সিটিটিসি, বোমা ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে।
মেলা প্রাঙ্গণে একটি মেডিকেল টিম ও দমকলকর্মী প্রস্তুত রাখা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বইমেলা পরিদর্শন করবেন এবং সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখবেন।
তিনি বইমেলায় আসার সময় মানুষকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি
ডিএমপি কমিশনার বলেন, ভ্রাম্যমাণ দল মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করবে এবং যারা স্টলে থাকবে তাদের টিকা সনদও তারা পরীক্ষা করবে।
সম্ভাব্য কোনো নিরাপত্তা হুমকি আছে কি না- এমন প্রশ্নে ডিএমপি প্রধান বলেন, ‘ব্লগার অভিজিৎ হত্যা মামলায় আদালতের দেয়া রায়ে জঙ্গিদের ক্ষুব্ধ হওয়া খুবই স্বাভাবিক। তাই আমরা এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি।’
মঙ্গলবার একুশে বইমেলা শুরু হবে।
২ বছর আগে
ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগ) জানিয়েছে।
৩ বছর আগে
ফ্লাইওভারের নিচে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরামর্শ ডিএমপি কমিশনারের
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম শনিবার বলেছেন, ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানগুলোতে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা যেতে পারে।
৩ বছর আগে
বড়দিন, নতুন বছর উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নেয়া হবে: ডিএমপি কমিশনার
বড়দিন ও খ্রিষ্টীয় নতুন বছর উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে সোমবার জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
৩ বছর আগে
ডোপ টেস্টে পজেটিভ ২৬ পুলিশকে চাকরিচ্যুত করা হবে: ডিএমপি কমিশনার
ডোপ টেস্টে পজেটিভ ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শনিবার জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
৪ বছর আগে
কোরবানীর পশুর হাটে ভ্রাম্যমাণ দোকান নয়: ডিএমপি
অজ্ঞান পার্টির খপ্পর থেকে ক্রেত-বিক্রেতা বা ব্যবসায়ীদের নিরাপত্তায় কোরাবানীর পশুর হাটের ভ্রাম্যমাণ দোকান বা হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
৪ বছর আগে