বগুড়ার শেরপুরে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত শেরপুর উপজেলার আলাল গ্রুপের উত্তরবঙ্গ এগ্রো ফুড লিমিটেডকে এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল ও পলাশ চন্দ্র সরকার।
জেলা প্রশাসনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার উত্তরবঙ্গ এগ্রো ফুড লিমিটেডের গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই উপজেলায় ধান মজুদের দায়ে হাশে রাইচ মিলকে দুই হাজার টাকা এবং সাজ্জাদ নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় অতিরিক্ত ধান মজুদ, ৭ লাখ টাকা জরিমানা
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, ‘বাজার দাম নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে আরও তিনটি গুদামে ধান মজুদের দায়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর ফলে বাজার দর কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা।’
উল্লেখ্য, একই এলাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মজুমদার এগ্রো লিমিটেডকে সাত লাখ টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: মজুদ ১৭ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ, বগুড়ায় গুদাম সিলগালা