বগুড়া, ০৯ আগস্ট (ইউএনবি)- ডেঙ্গু প্রতিরোধে অভিযান শুরু করেছে বগুড়া জেলা পুলিশ।
শুক্রবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ফগার মেশিন ও স্প্রে মেশিন চালিয়ে এ অভিযানের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাসা, অফিস সহ সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জনগণকে সহযোগিতার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এ কাজে সকলকে এগিয়ে আসতে হবে।
আগামী এক সপ্তাহ ধরে জেলার সকল থানায় এ অভিযান চলবে। প্রয়োজনে এরপরেও অভিযান চালানো হবে।
এসময় পুলিশ সুপার মোকবুল হোসেন ও সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি ও তাপস কুমার রায়, সদর থানার ওসি এসএম বদিউজ্জামন, শেরপুর থানার ওসি হুমায়ুন কবির, ডিবির ওসি আসলাম আলী সহ সকল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের ৪৫টি ফগার মেশিন ও স্প্রে মেশিন ডেঙ্গু প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে।