বগুড়ার সব মন্দির ও পূজামণ্ডপে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা সদরের সাবগ্রামের একটি মন্দিরের লক্ষ্মী প্রতিমা ভাঙচুরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জিয়াউল হকের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র, বিজিবি প্রতিনিধি, আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা দপ্তরের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, ইমাম-মুয়াজ্জিন সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: বগুড়ায় গ্রেপ্তার ৪, দেশীয় অস্ত্র জব্দ
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ নিহত ৩
বগুড়ায় বাউল শিল্পীকে মাথা ন্যাড়া, স্কুল শিক্ষকসহ আটক ৩