মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার অন্তরালে যারা ছিল তাদের বিচার হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বিচার হয়েছে। কিন্তু পর্দার অন্তরালে যারা ছিলেন, তাদের বিচারের সময় এসেছে। কমিশন গঠন করে সেই সমস্ত মদদদাতাদের খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরা হবে। তাদেরকে চিহ্নিত করতে হবে। হয়তো অনেকে মারা গেছে, তাদের বিচার হবে না, কিন্ত ইতিহাস তো জানা উচিৎ।
মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও শোক দিবসের আলোচন সভায় মন্ত্রী এই সব কথা বলেন।
আরও পড়ুন: টিকা না দিলে শাস্তি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা শুধু ব্যক্তির হত্যা ছিল না, বা মুষ্টিমেয় কয়েকজন দুস্কৃতিকারী হত্যা করেছে, তা নয়। এটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল।
মন্ত্রী বলেন, এই দেশে একটি দল এখনও শ্লোগান দেয়, ৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে। এখনও তারা হত্যা করতে চায়। তারেক জিয়া হাওয়া ভবনে বসে ষড়যন্ত্র করেই শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। তারেক ছিল তার মদদ দাতা, মাস্টার মাইন্ড।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ও উপউপাচার্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।