মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিগত বছরের মতো, সরকার মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এই সময়কালে সব ধরনের লোনা পানির মাছ ধরা নিষিদ্ধ থাকবে। সমস্ত বাণিজ্যিক ট্রলারকে নিষেধাজ্ঞা মেনে চলতে বলা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে মেঘনায় মার্চ-এপ্রিল সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ