দেশের বনভূমি রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেয়ার লক্ষ্যে বনভূমি সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে দ্রুত ডিজিটাল জরিপ পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদের এ সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এছাড়া অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে যুক্ত হন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মধ্যে সমন্বয় করে দেশের সব বনভূমির ওপর দ্রুত ডিজিটাল জরিপ পরিচালনা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’
আরও পড়ুন: জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে: প্রধানমন্ত্রী