নাটোরের গুরুদাসপুরে রবিউল ইসলাম নামের এক কিশোরকে গলা কেটে হত্যা মামলায় তারই বন্ধু ইব্রাহিমকে শিশু আইনে সর্ব্বোচ্চ সাজা হিসেবে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১০ বছর পর এ রায় দেন।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ-হত্যার দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ
নাটোর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ২৯ এপ্রিল মাদক সেবনে অস্বীকৃতি জানানো ও তথ্য ফাঁসের জেরে রবিউলকে গলা কেটে হত্যা করে তারই বন্ধু ইব্রাহীম। এর তিনদিন পর ২ মে ওই গ্রামের চাকলার বিলে ময়লায় ঢাকা অবস্থায় রবিউলের গলিত লাশ উদ্ধারের পর ইব্রাহিমকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। এ ঘটনায় নিহত রবিউলের বাবা আজিজুল হক বাদী হয়ে মামলা করলে সাক্ষ্য-প্রমাণ শেষে আজ (রবিবার) বিচারক এ রায় দেন।