বন্যার ক্ষতি এড়াতে ভারতের সঙ্গে কাজ করা এবং পানি ব্যবস্থাপনা ও বিধিবিধানের জন্য একটি উন্নত ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার নয়াদিল্লিতে ডব্লিওওএনকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মোমেন বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এবং এই মুহূর্তে, আসাম ও মেঘালয় থেকে আসা পানির কারণে আমার নিজের নির্বাচনী এলাকা সিলেটে এক বিধ্বংসী বন্যার সৃষ্টি হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষতা ও ডেটা শেয়ার করার মধ্য দিয়ে তারা এই ধরণের বিপর্যয় সম্পর্কে প্রাথমিক সতর্কতা পেতে চান।
তিনি বলেন, পাকিস্তান হওয়ার আগে আমাদের বন্যা হতো, কিন্তু এখনকার মতো বিধ্বংসী নয়।
পররাষ্ট্রমন্ত্রী এখন তার ভারতীয় সমকক্ষ ড. এস জয়শঙ্করের সঙ্গে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠকের সহ-সভাপতি করতে দিল্লিতে আছেন।
আরও পড়ুন: বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর