করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদশের জন্য ২৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাথে একটি কর্মসূচিতে সহ-অর্থায়ন হিসেবে এআইআইবির দেয়া এ ঋণের টাকা করোনার কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও সুরক্ষিত নয় এমন জনগোষ্ঠীকে সহায়তা করতে সরকারের উদ্যোগ বাস্তবায়নে ব্যয় হবে।
এছাড়া ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান (এসএমই) এবং বিভিন্ন খাতে যারা চাকরি হারিয়েছেন তাদের ও তৈরি পোশাক খাতের নারী শ্রমিকদের সহায়তা করা এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
বৃহস্পতিবার এআইআইবি জানায়, বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় বাংলাদেশ করোনাভাইরাস নিয়ে অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।
এডিবি জানায়, করোনার প্রাদুর্ভাব গুরুতর হলে ১৪ থেকে ৩৭ লাখ পর্যন্ত মানুষ কাজ হারাতে পারেন।
এর আগে গত ৭ মে কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন দেয় এডিবি।