বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে এখানে 'শান্তিপূর্ণ নির্বাচন' দেখতে চায় ভারত।
শুক্রবার (২৯ ডিসেম্বর) নয়া দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমরা একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনে বাংলাদেশের ভিশনকে সমর্থন অব্যাহত রাখব।’
ভারত বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দেশটির জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি বলেছেন, তারা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় এবং গণতন্ত্রের বিনাশ চায় না।
তিনি বলেন, ‘বাংলাদেশ যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে আমরা তা দেখাতে চাই। আমরাই একমাত্র দেশ যেখানে মানুষ গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছে।’
আরও পড়ুন: ২ দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের নৌ-সচিব পর্যায়ের সভা শুরু
ভারত অন্য দেশে গণতন্ত্র ‘রপ্তানি’ করছে না: প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ শরণ