বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংহতি ও ঐক্য উপস্থাপনের জন্য একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আন্তঃসাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি ও রাজনৈতিক ইস্যু নিয়ে কাজ করা সংগঠন ‘একতার বাংলাদেশ’।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই তথ্য জানায়।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী 'একতার আলোয় বাংলাদেশ' নামের এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
একতার বাংলাদেশের আহ্বায়ক প্লাবন তারেক বলেন, ‘জুলাই বিপ্লবের পর সৃষ্ট নতুন বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে একটি সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে কাজ করছে এই প্ল্যাটফর্ম।’
তিনি বলেন, 'আমরা যারা এখানে কাজ করছি তারা সবাই মনে করি আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। তাই এখানে বিভেদের কোনো জায়গা নেই। আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এই মানসিকতার প্রতিফলন ঘটাতে চাই। আমি আশা প্রকাশ করছি, ৮ ও ৯ তারিখের এই আলোকচিত্র প্রদর্শনীতে জাতি জুলাই বিপ্লব, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্ম, বর্ণ ও আদর্শের ঊর্ধ্বে উঠে একটি সমতাভিত্তিক ও মানবিক রাষ্ট্রের প্রতিফলন প্রত্যক্ষ করবে।’
আরও পড়ুন: বন্যার্তদের সহায়তায় গ্যালারি কসমসে 'আর্ট ফর এইড: রিবিল্ডিং লাইভস' প্রদর্শনী শুরু