মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশের সুশীল সমাজের নেতাদের সঙ্গে দেখা করেছেন। এসময় তিনি তাদের প্রচেষ্টাকে সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
সোমবার বৈঠকের পর তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘গণতন্ত্র, শ্রম স্বাধীনতা ও মানবাধিকারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করতে পারে, সে সম্পর্কে বাংলাদেশি সুশীল সমাজের নেতাদের সঙ্গে কথা বলতে পেরে গর্বিত।’
নুল্যান্ড এখন দক্ষিণ এশিয়ায় তার ত্রিদেশীয় সফরের অংশ হিসাবে ঢাকায় আছেন। তিনি ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন যেখানে তিনি শান্তিকে শক্তিশালী করার জন্য সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সমৃদ্ধি ও নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অত্যাবশ্যক বলে মনে করেন।
আরও পড়ুন: র্যাবের ওপর নিষেধাজ্ঞা একটি জটিল বিষয়: যুক্তরাষ্ট্র