বাগেরহাট সরকারি পিসি কলেজের ছাত্রাবাস থেকে থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের হিন্দু হোস্টেল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সুব্রত তরফদার (২৬) সরকারি পিসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার হাসাবুনিয়া কাটাখালী গ্রামের নির্মল তরফদারের ছেলে।
আরও পড়ুন: খুলনায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুব্রত কলেজের হিন্দু ছাত্রাবাসের ৪০৮ নম্বর ঘরে থাকতেন। ওই ঘরের অপর দুই শিক্ষার্থী দুইদিন আগে বাড়ি চলে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই ঘরের দরজা বন্ধ থাকায় অন্য শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
তিনি জানান, কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত করে তদন্ত চলছে।
ওসি আরও জানান, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় ২ ভাইয়ের লাশ উদ্ধার