বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামে জ্বর, সর্দি-কাশি আর শ্বাসকষ্ট নিয়ে এক যুবককের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। ওই যুবক পেশায় একজন ভ্যানচালক।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, ওই যুবক তার বাড়িতে থেকে তিন-চার দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট আর সর্দিকাশিতে ভুগছিলো। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবককে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু আগেই তার মৃত্যু হয়েছে। লাশের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রবিবার ওই যুবকের স্ত্রী ও বাবার নমুনা সংগ্রহ এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, জেলায় এপর্যন্ত মোট ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে দুজন।