ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেনী নদী সীমান্ত দিয়ে তাদের এক মানসিক প্রতিবন্ধী নাগরিককে বাংলাদেশে পুশইন করার যে চেষ্টা করেছে তাকে বুধবার অনাকাঙ্ক্ষিত বলে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সহায়তা সরবরাহের জন্য ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
ড. মোমেন বলেন, ‘এ ধরনের ঘটনায় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।’
এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সে বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি ভারত থেকে আমদানিকৃত মালামালসহ পেট্রোপোল সীমান্তে আটকে থাকা ট্রাকগুলো বাংলাদেশে দ্রুত প্রবেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানান।
তিনি বলেন, ট্রাকগুলো আটকে থাকায় বাংলাদেশি আমদানিকারকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।