তিনি বলেন, ‘শহরে বিলবোর্ড অবৈধ না। আপনারা বিলবোর্ড স্থাপন করতে পারেন, কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে এবং নিয়ম মানতে হবে।’
রাজধানীর বাড্ডায় ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে আওয়ামী লীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, নেতা-কর্মী ও সংগঠনকে মানুষের মনে জায়গা করে নিতে হবে।
তিনি নগর জুড়ে বিলবোর্ড ও পোস্টার লাগানোর মন্দ প্রভাব তুলে ধরেন এবং মানুষের আচরণ নিয়ে অনুতাপ প্রকাশ করেন। ‘বিদেশ গেলে আমরা যত্রতত্র ময়লা ফেলি না। দেশে আসলে আমাদের আচরণ বদলে যায়...এখানেও আমাদের নিয়ম মানতে হবে।’
বিপ্লব বড়ুয়াকে সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও তরুণ হিসেবে বর্ণনা করেন মেয়র। তিনি উল্লেখ করেন যে মানুষের মন জয় না করে কেউ নেতা হতে পারেন না।
‘আপনি শুধু বিলবোর্ড ও পোস্টার দিয়ে নেতা হতে পারবেন না...বিপ্লব বড়ুয়া বিলবোর্ড বা পোস্টার লাগাননি বা শহরের সৌন্দর্য নষ্ট করেননি। তিনি মানুষের মন জয় করেছেন,’ বলেন আতিক।
এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এ দেশের উন্নয়ন হয়। কারণ আওয়ামী লীগ প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করে।
তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি হলো জাতি বা ধর্ম নির্বিশেষে সব মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া।
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।
ফেডারেশনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিশ্বপতি বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুনন্দপ্রিয় ভিক্ষুসহ সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।