বিলবোর্ড
সিত্রাং তাণ্ডবে ফরিদপুরে ২ বাসের ওপর ভেঙে পড়ল বিশাল বিলবোর্ড
ফরিদপুরের ভাঙ্গায় সিত্রাং এর তাণ্ডবে দুই বাসের ওপর একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। সে সময় বাসের ভেতরে থাকা চালক ও হেলপারদের স্থানীয় লোকজন উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করছেন।
এর আগে সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বিশাল আকৃতির একটি বিলবোর্ড ঝড়ের সময় বাস দুটির ওপর আছড়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ভাঙ্গা চৌরাস্তা ফ্লাইওভারের চতুর্দিকে অসংখ্য বিলবোর্ড অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে। এসব বিলবোর্ড সামান্য বাতাসে মাঝেমধ্যেই ভেঙে পড়ার নজির রয়েছে।
অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে হাজারো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমায়। অত্যাধুনিক এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শত শত বিলবোর্ড। এসব বিলবোর্ড থেকে এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝোড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুটি বাসের ওপর ভেঙ্গে পড়ে। বাস দুটির ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিম উদ্দিন জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড এন্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
২ বছর আগে
রাজধানীতে বিলবোর্ড ভেঙে জবি শিক্ষার্থী আহত
রাজধানীতে বিলবোর্ড ভেঙে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীবাজারে সোহরাওয়ার্দী কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহত সুমাইয়া মোস্তফা প্রাপ্তী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল বিপনন কোম্পানি স্যামসাংয়ের বিলবোর্ডটি জরাজীর্ণ অবস্থায় থাকায় হঠাৎ ভেঙে পড়ে। এসময় ঘটনাস্থলে থাকা দুজন আহত হন। পরে তারা আহত দুজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
আহত প্রাপ্তীর বন্ধু মুন হাসান বলেন, প্রাপ্তি রাতে তার মেসের সামনেই একটি দোকান থেকে খাবার কিনতে গিয়ে ছিল। ফেরার সময় হঠাৎ করেই বিলবোর্ড ভেঙে পড়ে এবং আহত হন।
এই বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নিউটন হাওলাদার বলেন, আমরা ন্যাশনাল মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছিলাম। সেখানে সিটিস্ক্যান করা হয়েছে। নিরিবিলি পরিবেশের জন্য তাকে আমরা ন্যাশনাল মেডিকেলে নিয়ে এসেছি। আপাতত সে আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: জবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবি
তিনি বলেন, পরবর্তীতে এমন ঘটনা যেনো না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা বিলবোর্ডের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
২ বছর আগে
ফুটপাত ও সড়কে কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক নিলাম: ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়ার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
৪ বছর আগে
বিলবোর্ড বসানোর সময় নিয়ম মেনে চলুন: ডিএনসিসি মেয়র
বিলবোর্ড বসানোসহ সব রাজনৈতিক পোস্টার লাগানো নিয়ম মেনে করা উচিত বলে বুধবার মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
৪ বছর আগে