ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে শুক্রবার ৩ জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- চা চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কচ্চি ভাই-এর ম্যানেজার মো. জিসান।
সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ব্যবসায়ীদের উদ্দেশে মাহিদ বলেন, ব্যবসায়ীদের শুধু মুনাফার কথা চিন্তা করলে হবে না, মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি ভাবতে হবে।
ভবন মালিকদের কোনো গাফিলতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যারাই দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বেইলি রোড অগ্নিকাণ্ড: ৪৬টির মধ্যে ৩৯টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
তিনি সবাইকে 'সেফটি ফার্স্ট' নীতি মেনে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
তিনি জানান, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২০ জন পুরুষ, ১৮ নারী ও ৮ শিশুসহ মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে ৪০ জনের পরিচয় পাওয়া গেছে। ৩৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের মরদেহ মর্গের ফ্রিজে রাখা হয়েছে।
বাকিদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বেইলি রোডের অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল বেইলি রোডের আগুনে নিহত বৃষ্টির