বেনাপোলে ২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করেছে পোর্ট থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পারভিনা খাতুন (২০) একই গ্রামের হাদিস সরদারের স্ত্রী।
আরও পড়ুন: বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাকচালক নিহত
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বড় আঁচড়া গ্রামে বিদেশি মদের একটি চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা সেখানে অবস্থান করছেন, এমন ধরনের সংবাদে পোর্ট থানার পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে পারভিনা নামে ওই নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
এসময়, অপর দু’জন মাদক ব্যবসায়ী ওবায়দুর ও হাদি কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
আরও পড়ুন: বেনাপোলে ১০টি স্বর্ণের বার জব্দ, আটক১