স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে আমরা অনেক সন্তান হারিয়েছি। অনেক ছাত্র-জনতার অঙ্গহানি হয়েছে।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তাই আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে আমাদের সবাইকেই একযোগে কাজ করতে হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, আহতদের কয়েকজনকে রোবোটিকস ফিজিওথেরাপির জন্য ব্যাংককে পাঠানো হয়েছে। এই ব্যয়বহুল যন্ত্রপাতি আমাদের দেশে নেই।
তিনি আরও বলেন, আহতদের জন্য এক সেট রোবোটিকস ফিজিওথেরাপি যন্ত্রপাতি চীন থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: স্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে গড়ে তুলতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
সেটা স্থাপন করলে দেশেই আহতদের রোবোটিকস ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান নূরজাহান বেগম।
তিনি বলেন, কানাডা আমাদের ডাক্তার, নার্স, ফ্যাকাল্টি মেম্বারদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানজনিত ব্যাপারে প্রশিক্ষণে সহযোগিতা করতে পারে।
কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, কানাডা সরকার বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্য খাতে আইসিডিডিআরবি এবং ব্র্যাকের সঙ্গে কাজ করে যাচ্ছে। কানাডায় বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে।
এছাড়া বাংলাদেশে যদি কিছু হয় সেটার প্রভাব কানাডাতেও পড়ে বলে জানান বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তা অ্যাডওয়ার্ড ক্যাবরেরা, ফারজানা সুলতানা ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মামুনুর রশীদ।
আরও পড়ুন: রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা