দেশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে, তাই ভাইরাসের বিস্তার রোধে কেন্দ্রীয় ব্যাংক সমস্ত তফসিলির মাধ্যমে ব্যাংকের জন্য কিছু নতুন নির্দেশনা জারি করেছে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই টিকা সনদ নিতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগে বয়সসীমা বাড়ানোর বিল সংসদে পাস
এছাড়া ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতাদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, যারা করোনার টিকা নিয়েছেন তাদের অবশ্যই টিকা সনদ সংগ্রহ করতে হবে।