২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এসব শিক্ষার্থী। তারা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানি জানান, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
‘তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় সাময়িক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সিআইডির অভিযোগপত্রের আসামি তালিকাতেও তাদের নাম রয়েছে,’ যোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শৃঙ্খলা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কৃত ৬৯ জন শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হবে এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হবে। এরপর সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।