ভারত তার আগের চুক্তি অনুসারে শিগগিরই বাংলাদেশে করোনা টিকা রপ্তানির যথাসাধ্য চেষ্টা করছে। রবিবার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামি এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে মহামারি করোনার তৃতীয় ঢেউ শুরু!
হাইকমিশনার জানান, ভারত সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড টিকার অবশিষ্ট ডোজের সরবরাহ কীভাবে দ্রুত করতে পারে তা নিয়ে কথা বলতে তিনি নয়াদিল্লি যাচ্ছেন।
গত বছর স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের কাছ থেকে বাংলাদেশের তিন কোটি ডোজ অক্সফোর্ডের অ্যাস্ট্রজেনেকা টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশীয় চাহিদার কথা উল্লেখ করে মার্চ মাসে মাত্র ৭৫ লাখ ডোজ পাঠানোর পর নয়াদিল্লি রপ্তানি বন্ধ করে দেয়।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ২০৪, শনাক্ত ৮৪৮৯
এর আগে দোরাইস্বামি জানিয়েছেন, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ নিয়ে আলোচনা চলছে। ভারতে উৎপাদন বাড়লে এর অগ্রগতি সম্পর্কে ঢাকাকে জানানো হবে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, আখাউড়া-আগরতলা রেলপথে ট্রেন চলাচল কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমি আশাবাদী যে, ডিসেম্বরের মধ্যেই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় ৪০ জনের মৃত্যু