করোনাভাইরাস মহামারিতে ভারতে চলমান লকডাউনের মধ্যে আটকে পড়া ৩৯ জন বাংলাদেশি রবিবার নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে কলকাতা থেকে দেশে ফিরেছেন।
নভোয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ বিমানটি স্থানীয় সময় বিকেল ৩ টা ৫৭ মিনিটে কলকাতা থেকে ৩৯ জন বাংলাদেশিকে নিয়ে যাত্রা শুরু করে এবং স্থানীয় সময় ৫টা ১৮ মিনিটে ঢাকায় পৌঁছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস মহামারির জন্য ১৫ মার্চ থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল স্থগিত রয়েছে।
নয়াদিল্লি বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুসারে, ১২ মে পর্যন্ত বিশেষ বিমান এবং স্থলপথে রোগী ও শিক্ষার্থীসহ প্রায় তিন হাজারেরও বেশি বাংলাদেশি ভারতের বেশ কয়েকটি শহর থেকে দেশে ফিরেছেন।
সরকার বিভিন্ন দেশে হাই কমিশন এবং দূতাবাসের মাধ্যমে গত দুই মাসে আটকে পড়া কয়েক হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে।