বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বুধবার রাতে এই অভিযান চালানো হয়।
সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২১৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, পিস্তল দুটি ও ম্যাগজিনটি ওই কক্ষের ‘খ’ নম্বর লকারে হলুদ কাপড়ের একটি ব্যাগে রাখা ছিল। একই সাথে ২১৫ নম্বর কক্ষেও অভিযান চালিয়ে রক্তমাখা একটি সাদা চেক শার্ট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, হলের ওই কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রাজিব আহমেদ ও মাহমুদ ইমরান রাব্বি, সাংগঠনিক সম্পাদক জুবায়ের রহমান মিশু এবং পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শরীফ ভূঁইয়া থাকতেন।
গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারকে প্রতিপক্ষের কর্মীরা কুপিয়ে আহত করার পর থেকে ওই চারজনকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। তাদের তালাবদ্ধ কক্ষে এই অভিযান চালায় পুলিশ।