কেরানীগঞ্জে কারখানা স্থানান্তরের প্রতিবাদে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এতে মতিঝিল ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে এই অবরোধে নামে তৈরি পোশাক শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, অলিও অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ কোনও পূর্ব নোটিশ ছাড়াই রাজধানীর উত্তর কমলাপুর এলাকা থেকে কারখানাটি কেরানীগঞ্জে স্থানান্তর করেছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সকাল সাড়ে ৮টায় মতিঝিল এলাকার বিভিন্ন পয়েন্টে ৪০০ থেকে ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়।
তিনি আরও বলেন, এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ট্রাফিক পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সহকারী কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) এফএম বজলুর রশিদ ইউএনবিকে জানান, বেলা ১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের কমলাপুর পয়েন্ট থেকে নটর ডেম কলেজের কাছে আল হেলাল ক্রসিং পর্যন্ত বিক্ষোভ করতে দেখা যায়।
তিনি আরও বলেন, পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে এবং বেলা ১টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় যানবাহন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: নিয়োগ পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ
উচ্ছেদ অভিযান: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বস্তিবাসীর
পাঁচ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধমুক্ত, যান চলাচল স্বাভাবিক