তীব্র যানজট
রাজধানীতে তীব্র যানজট
রাজধানীতে মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট দেখা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার ও বাংলামোটরগামী যাত্রীদের বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে।
সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ বাংলাদেশ আয়োজিত সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকে। ঢাকার বাইরে থেকে অনেকে আসায় তাদের বহনকারী বাস ও গাড়িগুলো রাস্তায়ই পার্কিং করা হয়েছে।
আরও পড়ুন: যানজট নিরসনে রাস্তা ও পার্কিংয়ের স্থান বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
গাবতলী থেকে আসা বাসচালক আফজাল বলেন, 'আসাদ এভিনিউ থেকে বাংলামোটর যেতে প্রতিদিন যেখানে ২০ মিনিট লাগে সেখানে আজকে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে।’
ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজধানীর বাইরে থেকে বিপুলসংখ্যক যানবাহন ঢাকায় এসেছে। সেসব যানবাহন সড়কেই পার্কিং করায় যানজটের মাত্রা বেড়ে গিয়েছে। পরে যা পুরো ঢাকাতে ছড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় যানজটের জন্য অবৈধ যানবাহন-সড়কের কর্মসূচি দায়ী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ সপ্তাহ আগে
ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, নাকাল ঈদযাত্রীরা
ঢাকা-আরিচা মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক, নবীনগর ও চন্দ্রা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।
ফলে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যাজনটের সৃষ্টি হয়েছে।
একদিকে তীব্র যানজট অপরদিকে প্রচন্ড গরমে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।
আরও পড়ুন: বঙ্গবাজার মার্কেটে আগুন: আশপাশের সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি
জানা জায়, সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দেড় হাজারের বেশী তৈরি পোশাক কারখানা রয়েছে। যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের বসবাস এই দুই উপজেলায়।
এছাড়া মানুষ বসবাসের সংখ্যা প্রায় কয়েক লক্ষ যার বেশির ভাগই পোশাক শ্রমিক।
গত কয়েকদিনে বেশ কিছু পোশাক কারখানা ছুটি হলেও বৃহস্পতিবার সকাল থেকে সকল পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে মানুষ সকাল থেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে ছুটছেন।
এই সুযোগে অনেক বাস মালিক বেশি ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে।
তবে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার খবর পেয়ে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা গেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এছাড়া যানজট এড়াতে মহাসড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
এদিকে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে মহাসড়কের পরিস্থিতি ভালো আছে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজট দেখা মাত্রই কাজ করছেন।
এছাড়া কোনো বাস মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে মহাসড়কের সংস্কার কাজ ঈদের আগে শেষ না হলে তীব্র যানজটের আশঙ্কা
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে নিয়মিত যানজটে বিপর্যস্ত ফতুল্লাবাসী
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন: আশপাশের সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাজার সেখানে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী নেভানোর চেষ্টা করেছে।
ডিএমপি ট্রাফিক লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন যে আগুন নিয়ন্ত্রণের কাজ সহজ করতে সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। হাইকোর্ট-গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই এলাকায় যান চলাচলের এই নির্দেশনা বলবৎ থাকবে। সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
বঙ্গবাজার মার্কেটে আগুন: নেভাতে গিয়ে অসুস্থ ৫
১ বছর আগে
মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
কেরানীগঞ্জে কারখানা স্থানান্তরের প্রতিবাদে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এতে মতিঝিল ও এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে এই অবরোধে নামে তৈরি পোশাক শ্রমিকরা।
শ্রমিকরা জানায়, অলিও অ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ কোনও পূর্ব নোটিশ ছাড়াই রাজধানীর উত্তর কমলাপুর এলাকা থেকে কারখানাটি কেরানীগঞ্জে স্থানান্তর করেছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, সকাল সাড়ে ৮টায় মতিঝিল এলাকার বিভিন্ন পয়েন্টে ৪০০ থেকে ৫০০ শ্রমিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায়।
তিনি আরও বলেন, এর ফলে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ট্রাফিক পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সহকারী কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) এফএম বজলুর রশিদ ইউএনবিকে জানান, বেলা ১টার দিকে আন্দোলনরত শ্রমিকদের কমলাপুর পয়েন্ট থেকে নটর ডেম কলেজের কাছে আল হেলাল ক্রসিং পর্যন্ত বিক্ষোভ করতে দেখা যায়।
তিনি আরও বলেন, পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে এবং বেলা ১টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় যানবাহন চলাচল শুরু হয়।
আরও পড়ুন: নিয়োগ পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ
উচ্ছেদ অভিযান: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ বস্তিবাসীর
পাঁচ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধমুক্ত, যান চলাচল স্বাভাবিক
২ বছর আগে
নতুন অফিস সময়: সকালেই রাজধানীতে তীব্র যানজট
বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচীর প্রথম দিন বুধবার সকালে রাজধানীর প্রায় সব সড়কেই তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।
সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচির ঘোষণা দেন।
রাজধানীর মহাখালী থেকে বনানী, ধানমন্ডি, বিজয় সরণি এবং মগবাজার এলাকায় সবচেয়ে বেশি যানজট ছিল।
উত্তরা এলাকার বাসিন্দা ইশতিয়াক নাসির বলেন, ‘মনে হচ্ছে মানুষের দুর্ভোগের শেষ নেই। যানজট শুধু সময়ই নষ্ট করে না, আমাদের শক্তিও নষ্ট করে। উত্তরা থেকে বনানীতে আমার অফিসে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে।’
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সকালে যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে বাসসহ বিপুল সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা যায়, যা যানজটের সৃষ্টি করে।
তিনি বলেন, ‘প্রতিদিন যানজটে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অনেক মানুষকে পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা যায়।’
পড়ুন: সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা
২ বছর আগে
মহাসড়কে ট্রাক বিকল: সিরাজগঞ্জে তীব্র যানজটে যাত্রীদের দুর্ভোগ
একটি ট্রাক বিকল হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে কচ্ছপ গতিতে গাড়ি চললেও ঈদ ঘরমুখো যাত্রী দুর্ভোগের শিকার হন।
শুক্রবার দুপুরের দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় এই যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন: ঈদে যানজট এড়াতে সিরাজগঞ্জে নলকা সেতু খুলে দেয়া হবে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র নির্দেশনায় ঈদ ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কপথে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তবে শুক্রবার দুপুরে মহাসড়কের কামারখন্দ উপজেলার বালুকোল নামক স্থানে একটি ট্রাক বিকল হয়ে পড়লে বঙ্গবন্ধু সেতু গোরচত্বর এলাকা থেকে নলকা মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জুড়ে এ যানজটের সৃষ্টি হয়। পুলিশের কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিকল ট্রাকটি সরিয়ে ফেলে এবং বিকাল থেকে স্বাভাবিকভাবে যানবাহন করছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ২১ কিলোমিটার জুড়ে যানজট
ঈদ উপলক্ষে জেলার মহাসড়কে যানজট নিরসনে প্রায় ৬’শ পুলিশ দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।
২ বছর আগে
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ রাখায় তীব্র যানজট
ঘন কুয়াশার কারণে বুধবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা বন্ধ রেখে সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
৩ বছর আগে
সেতুতে ফাটল: টানা পঞ্চম দিনেও ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
ঢাকা আরিচা মহাসড়কে সাভার আমিনবাজারের সালেহপুর সেতুতে ফাটল দেখা দেয়ায় টানা পঞ্চম দিনের মতো মহাসড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যস্ততম সড়কটিতে তীব্র যানজট তৈরি হয়েছে।
৩ বছর আগে