প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে ৭৩টি সদ্য সমাপ্ত উন্নয়ন কাজের উদ্বোধন এবং ৩০টি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
২৩টি প্রকল্পের অধীনে ৫৭০ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে এবং দুই হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অধীনে ৩০টি অন্যান্য উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে।
শনিবার ময়মনসিংহ শহরের সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেয়ার আগে প্রধানমন্ত্রী উন্নয়ন কাজের নামফলক উন্মোচন করেন।
আরও পড়ুন: আ.লীগ সরকারের অধীনে ১৪ বছরের উন্নয়নে ময়মনসিংহ যেভাবে বদলেছে
উদ্বোধন করা উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, সদর উপজেলার সিরতা গ্রামে ৫০ শয্যা বিশিষ্ট ডা.মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ১০০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার নির্মাণ, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন রক্ষা বাঁধ নির্মাণ, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নতুন হাসপাতাল নির্মাণ, জামালপুরের মাদারগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হালুয়াঘাটে গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন,শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের নবনির্মিত চারতলা একাডেমিক ভবন, ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, ২১টি বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ ইত্যাদি।
যেসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তার মধ্যে রয়েছে- ময়মনসিংহের সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্কের উন্নয়ন, ময়মনসিংহ জোনে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, তিনটি সেতু নির্মাণ, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ, দেশরত্ন নির্মাণ প্রকল্প, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল, শেখ রেহানা হল ও রোজী জামাল হল, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যার পাঁচতলা ছাত্র হোস্টেল নির্মাণ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৭টি আঞ্চলিক কার্যালয় নির্মাণ, চারতলা অফিস নির্মাণ এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের জন্য ডরমেটরি ভবন ইত্যাদি।
আরও পড়ুন: ময়মনসিংহে প্রধানমন্ত্রী ২৩টি প্রকল্পের উদ্বোধন করবেন শনিবার