দুই নারীর মরদেহের সঙ্গে শারীরিক সংসর্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গের (লাশ ঘর) এক ডোমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার বিকাল ৪টার দিকে চমেক হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সেলিম (৪৮) কুমিল্লার লাকসাম থানার সাতেশ্বর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তার বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগে পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রবাসীকে হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
সিআইডি’র চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মু. শাহনেওয়াজ খালেদ বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাতে ১২ বছরের এক কিশোরীর মরদেহ আসে চমেক হাসপাতালের মর্গে। একইভাবে পরের মাসেও রাত আড়াইটার দিকে আরেক নারীর মরদেহ আসে মর্গে।
কাকতালীয়ভাবে দুই মরদেহের ময়নাতদন্তে সংগৃহীত এইচভিএসে (হাই ভ্যাজাইনাল সোয়াব) একই পুরুষের শুক্রাণু পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামলে সেটি সেলিমের শুক্রাণু বলে শনাক্ত হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ংওয়ান কর্মকর্তার মৃত্যু
তিনি বলেন, মর্গে রাতে মরদেহ এলে ময়নাতদন্ত রাতে না হয়ে পরের দিন হয়। সেই সুযোগে সেলিম ওই দুই নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন। ধারণা করা হচ্ছে তিনি আরও অনেক মরদেহের সঙ্গে এ কাজ করেছেন।
এ বিষয়ে আরও জানতে সিআইডি আদালতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করবে বলেও জানান তিনি।