সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতের স্বামী শহীদুল ইসলাম ও আরেক মেয়ে পারভীন আক্তারও গুরুতর আহত হন।
এদিকে সড়ক দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ধোপাইপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আদুরী বেগম (২৫) এবং তার মেয়ে শম্পা (৬)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, গত রবিবার আদুরী বেগমের মা মারা যায়। এ খবর শোনার পর স্বপরিবারে সদর উপজেলার হাপানিয়া উল্লাসপুর গ্রামে বাপের বাড়ি আসেন আদুরী। সোমবার সকালে নিজ বাড়ি যেতে তারা ডাক্তার মোড় এলাকার সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁ থেকে ছেড়ে আসা একটি ট্রাক রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি পিকআপকে পাশ কাটাতে গিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আদুরী ও তার ছোট মেয়ে শম্পা নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহত শিমু ও শহীদুল ইসলামকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। পরে শহীদুলের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি সোহরাওয়ার্দী হোসেন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে।