মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও আহত হয়েছেন অন্তত আরও আটজন।
এদের মধ্যে মাগুরা মহম্মদপুর সড়কে বড়রিয়া মাদরাসার সামনে আলিক নুর (১৮) নামের এক কলেজ ছাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
তিনি বড়রিয়া গ্রামের হাসান মোল্লার ছেলে।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
অপর দিকে শ্রীপুর উপজেলার সাবিনগর বাসষ্টান্ডে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল চালক নাহিদ আলী (৩০) নিহত ও অপর চারজন আহত হয়েছে। নিহতের বাড়ী দলিলপুর গ্রামে।
অপর দিকে সাবিনগর নামক এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত এক পথচারীর লাশ উদ্ধার করেছে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়াও বৃহস্পতিবার ভোরে শালিখা উপজেলার শিমাখালী নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে মোহাম্মদ আলী(৫০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর চারজন আহত হয়েছে।
এ ব্যাপারে শালিখা, শ্রীপুর ও মহাম্মদপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, পুলিশের তদন্ত চলছে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩