চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের ঘটনায় তিন গাড়ির চালককে আসামি করে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, জোনাকী পরিবহন, কাভ্যার্ডভ্যান ও লরির তিন চালককে আসামি করে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ২ হাজার জনের বিরুদ্ধে মামলা
মামলার বাদি এটিএসআই সাইফুল ইসলাম বলেন, তিন গাড়ির চালকের ভুলের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তাই তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে একটি লরি বের হওয়ার পর চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় গাড়ি দুটি মহাসড়কে থামিয়ে চালক- হেলপাররা তর্কাতর্কি করছিল। ঘটনাস্থলে জড়ো হয় আশপাশের লোকজন ও স্থানীয় সিএনজি চালকরাও। খবর পেয়ে সেখানে এসে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে হাইওয়ে পুলিশ। তখনই পেছন থেকে দ্রুতগামী একটি মিনি কাভার্ড ভ্যান এসে জড়ো হওয়া মানুষের ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিন সিএনজি অটোরিকশা চালকসহ চারজন মারা যান। আহত হন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই ও কনস্টেবলসহ ছয়জন।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা: বিএমডিএর ৭ জনের নাম উল্লেখ করে মামলা