জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ দল মঙ্গলবার লাজ ফার্মা লিমিটেডসহ দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বেশি দামে শিশু খাদ্য বিক্রয় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডলের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে শান্তিনগর ও কাকরাইল এলাকায় অভিযান পরিচালনা করে।
আবদুল জব্বার মন্ডল জানান, অভিযানের সময় ভ্রাম্যমাণ দল মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য কাকরাইল শাখার লাজ ফার্মা লিমিটেডকে ১০ হাজার টাকা এবং শান্তিনগরের তামান্না ফার্মেসিকে বেশি দামে শিশুখাদ্য বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করে।